গাঁজা ও ফিলিস্তিনিদের উপর ইসরাইলির বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। শুক্রবার দুুপরে কচুয়া উপজেলার দহুলিয়া জামিআ দারুত তাওহীদ একাডেমীর আয়োজন ও গ্রামবাসীর উদ্যোগে এ বিক্ষোভ প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলটি দহুলিয়া মসজিদটি এলাকা থেকে বের হয়ে গ্রামের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে মাদ্রাসা মাঠে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জামিআ দারুত তাওহীদ একাডেমীর ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. দুলাল মিয়া,শেখ আব্দুল মালেক মিয়াজী,প্রশাসনিক কর্মকর্তা মো. রিয়াজ হোসেন,রনি,রাসেল খান সহ কয়েক শতাধিক মুসল্লিগন বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন। এসময় মাদ্রাসার শিক্ষক,এলাকার মুসল্লি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur