র‌্যাব-১১,সিপিসি-২’র অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন দেবীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. হৃদয় (২৬) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

৫ সেপ্টেম্বর ২০২৫ এ স্বাক্ষরিত- সাদমান ইবনে আলম, মেজর, উপ-পরিচালক, কোম্পানী অধিনায়ক এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মো.হৃদয় (২৬) কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার দেবীপুর গ্রামের মৃত খোরশেদ আলম এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত , র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ৪০ কেজি গাঁজা’সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, ৫ আগস্ট ২০২৪ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ১ শ ৭৮ জন গ্রেফতার, আরসা সদস্য-১৫ জন গ্রেফতার, জঙ্গি- ২ জন গ্রেফতার, হত্যা মামলায় ১ শ ৭৬ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৭৫ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ২৩ জন গ্রেফতারসহ ১ শ ২ টি অস্ত্র, ১ হাজার ৩ শ ৪২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৩ শ ৯১ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি ৬৯ জন অপহরণকারী গ্রেফতারসহ ৭৩ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৮১ জন, জেল পলাতক ৩৯ জন, প্রতারণার আসামী ১৭ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ৪ শ ৪৬ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

৫ সেপ্টেম্বর ২০২৫
এজি