কুমিল্লার মুরাদনগরে পৃথক ৩ টি অভিযানে প্রায় ১৭ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে বাংগরা বাজার থানা পুলিশ।
পুলশি সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই বাংগরা বাজার থানার চাপিতলা গ্রামের মৃত আব্দুল মালেক এর ছেলে মাদক কারবারী মোঃ মোস্তফাকে (৫৩) গ্রেফতার করা হয়। তার সাথে ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
এ ব্যপারে বাংগরা বাজার থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর সারণি ১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য যে, উক্ত আসামী বাংগরা বাজার থানার এফ আই আর ভুক্ত মামলার আসামী।
অপর অভিযানে ১২ কেজি গাঁজা এবং ০১টি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সাসহ দেবিদ্বারের বড়শালঘর গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেকে মাদক ব্যবসায়ী মোঃ মনিরকে (৫২) ১৮ জুলাই গ্রেফতার করা হয়েছে। এই সংক্রান্ত থানার মামলা নং- ০৩।
আরও একটি অভিযানে ৪ কেজি গাঁজাাহ বাংগরা বাজার থানাধীন হায়দরাবাদ গ্রামের জাহের মিয়ার স্ত্রী মাদক ব্যবসায়ী আয়েশা বেগমকে গ্রেফতার করা হয়। বাংগরা বাজার থানার মামলা নং- ০৪।
বাংগরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার এসব অভিযানে নেতৃত্বে দেন।
ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএম মহোদয়ের নির্দেশনা অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমানের তত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়।
পৃথক তিনটি অভিযানে অংশ নেনে এসআই কাজী মোঃ শাহনেওয়াজ, এসআই সাখাওয়াত হোসেন, এসআই জাহাঙ্গীর আলম, এসআই রনি চৌধুরী, এএসআই জুয়েল রানা চৌধুরী, কনস্টেবল এমদাদুল হক, কনস্টেবল কামরুল ইসলাম প্রমূখ।
থানায় মামলা দায়ের শেষে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৯ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur