Home / সারাদেশ / র‌্যাব-১১’র অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৩
rab

র‌্যাব-১১’র অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৩

৫ মে ২০২৫ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মধ্যম রাজাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মো. মীর হোসেন (৪০) এবং মো.আলমগীর (৩৮) নামক ২ জন মাদক ব্যবসায়ীদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ছাড়াও পৃথক অন্য একটি অভিযানে ৬ মে ২০২৫ রাতে র ̈াব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সোয়াগাজী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মো. নূর উদ্দিন (৩৩) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১ টি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।

মাহমুদুল হাসান লে. কমান্ডার, পিপিএম- সেবা,উপ-পরিচালক, কোম্পানী অধিনায়ক , র‌্যাব-১১, সিপিসি-২,কুমিল্লা এর স্বাক্ষরিত ও প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ মে ২০২৫ এ তথ্য জানানো হয়েছে ।

rab
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়,গ্রেফতারকৃত আসামী মো মীর হোসেন (৪০) কুমিল্লা জেলার বরুড়া থানার ঘোষপা গ্রামের আবুল কাশেম এর ছেলে,মো.আলমগীর (৩৮) কুমিল্লা জেলার বরুড়া থানার বাঁশপুর গ্রামের মৃত লাল মিয়া এর ছেলে এবং মো.নূর উদ্দিন (৩৩) লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর বেদমা গ্রামের মো.নুরুল ইসলাম এর ছেলে। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে,তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগহ্র করে কুিমল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

rab
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, গত ৫ আগস্ট ২০২৪ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৮৩ জন গ্রেফতার, আরসা সদস্য ১৫ জন গ্রেফতার,হত্যা মামলায় ১ শ ৬ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৪৮ জন গ্রেফতার, সংক্রান্ত মামলায় ১৩ জন গ্রেফতারসহ ৮৫ টি অস্ত্র,১, ২৮৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২ শ ৭৬ জন এর অধিক মাদক কারবারি গ্রেফ তারসহ বিপলু পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি ৪২ জন অপহরণকারী গ্রেফতার সহ ৩৫ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৫৫ জন, জেল পলাতক ৩৬ জনসহ অন্যন্য অপরাধী প্রায় ২৭৪ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অজর্ন করতে সক্ষম হয়েছে।

প্রেস রিলিজ
চাঁদপুর টাইমস
৬ মে ২০২৫
এডিটেট বাই এজি