চাঁদপুর শহরতলী থেকে ২ কেজি গাঁজাসহ হাজেরা বেগম (ওরফে হাজী) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিম।
১৩ সেপ্টেম্বর,রোববার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানাধীন খলিশাডুলি মীর মোহাম্মদ আবদুল কাদেরের বাড়ির ভাড়াটিয়া আসামীর নিজ দখলীয় বসতঘর তল্লাশি করে হাজেরা বেগম (৩৫), স্বামী-মোঃ রহিম বেপারীকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
প্রথমে তাকে শহরের আক্কাছ আলী রেলওয়ে হাই স্কুলের সামনে থেকে গাঁজাসহ ধরার পর হাজেরা বেগমের বাড়িতে ফের অভিযান করে ওই পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে বলে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের সহকারী পরিচালক জানিয়েছেন। তিনি নিজেই বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
করেসপন্ডেট,১৪ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur