চাঁদপুরে চোরাই মালামাল কম্পিউটার ও পিন্টারসহ রবিন মোল্লা(২৫) কে আটক করেছে মডেল থানা পুলিশ। সোমবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের রঘুনাথপুর ভাঙ্গাপুল এলাকায় এসআই পলাশ বড়ুয়া অভিযান চালিয়ে তাকে আটক করে।
রবিন মোল্লার স্বীকারোক্তি অনুযায়ি তার বাড়ি তল্লাশি চালিয়ে চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের হাতে আটক যুবক রঘুনাথপুর ভাঙ্গাপুল এলাকার নূরুল ইসলাম বাবুল মোল্লার ছেলে।
পুলিশ জানান, গত ২০ সেপ্টেম্বর রাতে শহরের রঘুনাথপুর ভাঙ্গাপুল এলাকার হোসাইন আখন্দের শাকিলের কম্পিউটার ও মোবাইল রির্চাজের দোকানের জালানা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। পরে সে দোকান থেকে কম্পিউটার পিছি পিন্টার, নগদ ১৯ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।দোকানদার শাকিল নিজে বেশ কয়েকদিন যাবত তার মালামাল খোজ করে না পেয়ে রোববার (২৮ অক্টোবর) থানায় এসে মামলা দায়ের করে।
পরে এসআই পলাশ বড়ুয়া অভিযান চালিয়ে চোরাই মালামাল সহ পেশাদার চোর রবিনকে আটক করতে সক্ষম হয়। আটক যুবককে আদালতে প্রেরন করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দেয় বলে পুলিশ সূত্রে জানা যায়।
প্রতিবেদক:শরীফুল ইসলাম
২৮ অক্টোবর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur