চাঁদপুরের ফরিদগঞ্জ গল্লাক নোয়াব আলী উচ্চবিদ্যালয়ে সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন করা হয়।
পবিত্র কোরআন তেলোওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গিত পরিবেশনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ আব্দুল মান্নান।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাছির আহম্মেদ, সহকারী শিক্ষক মোঃ মোবারক করীম, সাইফুল ইসলাম, মোঃ বজলুর রহমান, বিচিত্রা রাণী সরকার, বিলকিস আক্তার ও মো. সিরাজুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোঃ দেলোয়ার হোসেন ও সদস্য আনোয়ার হোসেন খোকন আখন্দ।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান বলেন, সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা ও সঠিক সাংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের সৃজনশীল হয়ে ওঠতে শেখায়।
তিনি সকল শিক্ষার্থীকে প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের শাররিক যোগ্যতা যাচাই করার আহবান জানান।
তিন দিনব্যাপি এ ক্রীড়া প্রতিযোগিতায় থাকবে বাঙলার ঐতিহ্যবাহী অনেক খেলা। এর মধ্যে দড়ি লাফ, বস্তাবন্দি দৌড়, অংক দৌড় সহ নানা দেশীয় ঐতিহ্যবাহী খেলা। থাকছে মনোজ্ঞ সাংস্কৃতি প্রতিযোগিতা।
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ২০ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur