Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / গল্লাক ডিগ্রি কলেজের এডহক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
গল্লাক

গল্লাক ডিগ্রি কলেজের এডহক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

চাঁদপুরের ফরিদগঞ্জে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-ছাত্রী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার্থীর অভিভাবক ও সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. ইমান হোসেন বলেন, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ এ এলাকার ঐতিহ্য। এই ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনের গভর্নিং বডির কমিটি হবে স্বচ্ছ এবং স্বৈরাচার মুক্ত। কোন স্বৈরাচারের দোসর দিয়ে কমিটি হবে তা আমরা কোন ভাবেই মেনে নেবো না। আমাদের বহু সন্তানের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমরা কোন ভাবেই ম্লান হতে দেবো না।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম চৌধুরী ও ডা. আবুল কালাম আজাদ বলেন, গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচারের সরকারের পতন হলেও তার প্রেতাত্মারা এখনো ঘাপটি মেরে বসে আছে। গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের ঐতিহ্য ধরে রাখতে যে কোন প্রদক্ষেপ নিতে প্রস্তুত। কোন স্বৈরাচারদের দিয়ে এ প্রতিষ্ঠানের কমিটি হবে তা আমরা কোন ভাবেই মেনে নেবো না।

তারা আরো বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। বিএনপি পরিচয়ে যাহারা গল্লাক কলেজের সভাপতি হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন, তাদের হুশিয়ারী দিয়ে বলে দিতে চাই, গত ১৭ বছর স্বৈরাচারের সাথে আঁতাত করে সকল সুবিধা ভোগ করেছেন, এখন আবার বিএনপি পরিচয়ে নেতৃবৃন্দের সাথে মিশে সকল সুবিধা ভাগিয়ে নেওয়ার অপচেষ্টা করছেন। আপনাদের এই অপচেষ্টা কোন ভাবেই সফল হবে না। প্রয়োজনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে আপনাদের বিতাড়িত করা হবে।

যুবদল নেতা মো. সুজনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম চৌধুরী, ডা. আবুল কালাম আজাদ, সুবিদপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক খান, সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও অভিভাবক মো. ইমান হোসেন প্রমূখ।

উল্লেখঃ গত ৬ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই ছিদ্দিক সরকার স্বাক্ষরিত গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের কমিটি অনুমোদন দেয়। কমিটির পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার পরেই তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

প্রতিবেদক: শিমুল হাছান,১৩ নভেম্বর ২০২৪