চাঁদপুর শহরের রেলওয়ে জেডিসি কলোনিতে সোমবার (০৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় মুক্তা বেগম (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মুক্তা শহরের বাবুরহাট শিলনদীয় গ্রামের মনির হোসেন ভূইয়ার মেয়ে। গত ৭ মাস পূর্বে আলমগীর বেপারীর ছেলে সুজন বেপারীর সাথে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই ত্রিনাদ সংঙ্গীয় ফোর্স নিয়ে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।
মুক্তার শ্বাশুড়ি শাহানারা বেগম জানায়, ‘বিকেলে তারা বউ-শ্বাশুড়ি মিলে টিভি দেখছিলো। তার কিছুক্ষণ পরে তার ছোট মেয়ে পাশের ঘরে গিয়ে ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া মুক্তার ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে উঠে।’
মুক্তার জেঠা আনোয়ার ভূইয়া চাঁদপুর টাইমসকে জানান, ‘বিয়ের পরে মুক্তার স্বামী সুজন বেপারীকে যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা দেয়া হয়েছে। এরপরেও কিছুদিন পূর্বে সে কর্মস্থল ঢাকা থেকে চাঁদপুর ফিরে দোকান নেয়ার নামে এসে আরো ৫০ হাজার টাকা দাবি করে।’
এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অনেকবার বাক-বিতন্ডা হয়েলিলো।
: আপডেট, বাংলাদেশ সময় ১০:২০ পিএম, ৮ আগস্ট ২০১৬, সোমবার
ডিএইচ