চাঁদপুর সদরের রাজরাজ্বেশ্বর ইউনিয়নে মেঘনা নদীর ওপারে লক্ষ্মীরচর থেকে শুক্রবার (২ ডিসেম্বর ) সকালে এক অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। যার আনুমানিক বয়স হবে ৩০ থেকে ৩৫ বছর।
মডেল থানার এস আই সিরাজুল হক জানান, শুক্রবার সকালে রাজরাজেশ্বরে ইউনিয়নে একটি মামলার তদন্তে গেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান লক্ষ্মীরচর অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকার বিষয়টি অবগত করেন। তিনি খবর পেয়ে রাজরাজেশ্বরের উত্তরে ঘটনাস্থলে যান। পরে তিনি সেখানে গিয়ে অজ্ঞাত ওই নারীর গলাকাটা লাশ ওপর হয়ে পড়ে থাকতে দেখেন।
তিনি জানান, এ সময় লাশের পাশে একটি ফল কাটার ছুরি এবং দু’টি ব্যাগে আপেল ও কমলা পড়ে থাকতে দেখেন। তিনি সেগুলো সংগ্রহ করে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
থানার ডিউটি অফিসার মো.সামছুল হক চাঁদপুর টাইমসকে জানান, ‘বিষয়টি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ স্যারকে জানানো হলে লাশের পরিচয় সনাক্ত করার জন্য তিনি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে গ্রাম পুলিশের দফাদারাদের খবর দেয়ার নির্দেশ দিয়েছেন।’
ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নে খবর দেয়া হয়েছে।
এ রিপোট লেখা পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত নারীর লাশ বর্তমানে চাঁদপুর মডেল থানায় পড়ে আছে।
প্রতিবেদক- কবির হোসেন মিজি : আপডেট, বাংলাদেশ সময় ৪:০০ পিএম,২ ডিসেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur