চাঁদপুরের কচুয়া উপজেলার আইনগীরি গ্রামে স্বামীর সাথে অভিমান করে তাছলিমা আক্তার (২৮) নামের এক গৃহবধূ বুধবার (২০ এপ্রিল) বিষপানে আত্মহত্যা করেছে।
পুলিশ নিহতার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করেছে।
এ ঘটনায় গৃহবধূ তাছলিমা আক্তারের ভাই মনির হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং-০৯/১৬।
পুলিশ ও নিহতার পারিবারিক সূত্রে জানাযায়, মিলন ও তার স্ত্রী তাছলিমা আক্তারের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে মিলন চরম উত্তেজিত হয়ে তাছলিমাকে ব্যাধম মারধর করে এবং তাছলিমার চার মাসের গর্ভের সন্তান তার ওরসজাত নয় বলে দাবি করলে তাছলিমা এ অপমান সইতে না পেরে বিষপান করে।
পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে শুক্রবার ভোররাতে সে মৃত্যুবরণ করে।
এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহীম খলিল চাঁদপুর টাইমসকে বলেন, গৃহবধূ তাছলিমা আক্তার আতœহত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
]জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট [/author]
: আপডেট ৭:১৭ পিএম, ২২ এপ্রিল ২০১৬, শুক্রবার
ডিএইচ