চাঁদপুরে গরু ব্যাপারীর চুরি হওয়া ৫ লাখ ৮৫ হাজার টাকাসহ বিউটি খাতুন নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
২৫ মে মঙ্গলবার রাতে গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকা থেকে আটক করা হয়। পরে ২৬ মে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঝিনাইদহ জেলার কোর্ট চাঁদপুর উপজেলার মামুনশিয়া এলাকার দম্পতি হুমায়ুন আহমেদ (৩৪) ও তার স্ত্রী বিউটি খাতুন (২৫) চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের গরু ব্যবসায়ী নজরুল ইসলামের গোয়ালে কাজ করতেন। তার গোয়াল ঘরের পাশের একটি ঘরে বসবাস করতো।
গত ১৪ এপ্রিল ঈদ উপলক্ষে এই দম্পতি নজরুলের বসত ঘরে এসে ঘুমায়। এসময় মধ্যরাতে নজরুলের কাঠের আলমারির ড্রয়ারের তালা ভেঙে গরু বিক্রির ১২ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে কৌশলে পালিয়ে যায় তারা। অনেক খোঁজাখুজি করে কোন সন্ধান না পেয়ে গত ২৪ এপ্রিল সোমবার চাঁদপুর মডেল থানায় একটি চুরি মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার রাতে গাজীপুরে অভিযান চালিয়ে নগদ ৫ লাখ ৮৫ হাজার টাকাসহ বিউটি খাতুনকে আটক করে পুলিশ।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ আব্দুর রশিদ বলেন, অভিযোগ পাওয়ার পর পরই আমরা চোর ধরতে কাজে নেমে পড়ি। থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) এনামুল হক চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মঙ্গলবার রাত ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিউটি খাতুনকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে নগদ ৫ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,২৬ মে ২০২১