’গরু একটা পশু আর পশু কারো মা হতে পারে না’

ঘরে গরুর গোশত রাখার গুজবে উত্তরপ্রদেশে এক মুসলিম বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কন্ডেয় কাটজু। কাটজু বলে, ‘গরু শুধুই একটা পশু। আর পশু কখনো কারো মা হতে পারে না। গোটা বিশ্বের মানুষ গরুর গোশত খায়। শুধু আমাদের দেশেই এটা নিয়ে বিতর্ক হয়।’

কাটজু বলে, ‘আমি নিজে গরুর গোশত খাই। কই আমার তো কোনো ক্ষতি হয়নি। গরুর গোশত খেলে কেউ খারাপ হয়ে যায় না। আমি ভবিষ্যতেও গরুর গোশত খাবো, কারণ আমি গরুর গোশত খুবই ভালোবাসি।’

উত্তরপ্রদেশের দাদরিতে যেভাবে ওই বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার নিন্দা জানিয়ে কাটজু বলে, ‘সবচেয়ে বড় দুঃখের ঘটনা হলো গুজবের কারণে ওই বৃদ্ধকে পিটিয়ে মারা হয়। তাই যতো তাড়াতাড়ি সম্ভব দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিৎ।’

প্রসঙ্গত, বাড়িতে গরুর গোশত রাখা রয়েছে, এই সন্দেহে সম্প্রতি উত্তরপ্রদেশের দাদরিতে মুহম্মদ আখলাক নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় কিছু উগ্রবাদী হিন্দু জনতা। কোনো কিছু না জেনেই অন্ধের মতো খুন করা হয় তাকে। পরে জানা যায়, আখলাকের বাড়িতে গরুর গোশত নয়, ফ্রিজে ছিল ছাগলের গোশত।

 

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ২:২৪  পিএম, ১০ অক্টোবর ২০১৫, শুক্রবার

 

ডিএইচ/২০১৫।

Share