Friday, April 03, 2015 06:04:35 PM
চাঁদপুর টাইমস ডট কম:
গরু নিয়ে বেশ ভালোই মেতেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের নেতারা। ইতোমধ্যে সমগ্র ভারতে গরু জবাই বন্ধে আইন প্রণয়েনের আহ্বান জানিয়েছেন তারা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে সীমান্তে নজরদারি জোরদার করতে বলেছেন, যাতে গরু পাচার হয়ে বাংলাদেশে না যায় এবং এর ফলে মূল্য বৃদ্ধির কারণে সেখানকার মানুষ যাতে গরুর গোশত খাওয়া ছেড়ে দেয়। এবার বিজেপির সংসদ সদস্য যোগী আদিত্যনাথ গরুকে ভারতের রাষ্ট্রীয় মাতা বা জাতির মাতা ঘোষণার আহ্বান জানিয়েছেন।
এর আগে হিন্দু যুব বাহিনীর এই নেতা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ পরিচালিত ধর্মান্তকরণ কর্মসূচি ‘ ঘর ওয়াপসি’র প্রতি তার সমর্থন জানিয়েছিলেন। এছাড়া তিনি আশা প্রকাশ করেছিলেন ভারতের প্রতিটি মসজিদে যাতে গৌরি ও গনেশের মূর্তি প্রতিস্থাপন করা হয়।
আদিত্যনাথ বলেন, ‘গাভী সনাতন ধর্মাবলম্বীদের পরিচিতির মাধ্যম। এতে কোন সন্দেহ নেই যে ভারতীয় আধ্যাত্মবাদ ও অর্থনৈতিক বিশ্বতত্ত্বের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। গরুর বংশতত্ত্ব ও এর বিভিন্নতা সময়ের সঙ্গে ভারতের ধর্মীয় জগতের সেতুবন্ধন তৈরী করেছে।’
গরুকে রাষ্ট্রীয় মাতা ঘোষণার ক্যাম্পেইনের স্বপক্ষে তিনি বলেন, ‘আমরা এই ক্যাম্পেইন শুরু করেছি কারণ এর সঙ্গে সংখ্যাগরিষ্ঠের আবেগ জড়িত এবং এটা স্বীকার করা উচিৎ যে, কোন জাতীয় প্রতীক গরু হওয়া প্রয়োজন।’
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur