চাঁদপুরের কচুয়ায় গোয়াল ঘর থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের দারাশাহী তুলপাই গ্রামের মিয়া গাজী প্রধানীয়া বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, বুধবার মাগরিবের নামাজের পূর্বে বৃষ্টি শুরু হলে গরু তাড়াহুড়ো করে গোয়াল ঘরে বেঁধে ঘরের মালিক মো. সোনা মিয়া ঘরে চলে আসে। পরে রাত ১০ টার সময় গোয়াল ঘরে গিয়ে গরু দেখাশোনা করে ঘুমিয়ে পড়ে।
এদিকে তীব্র বৃষ্টির কারণে ঘর থেকে কেউ বের হতে পারেনি। এই সুযোগে চোর চক্র গোয়ালঘরের ৬ টি গরুর মধ্যে বাছুরসহ চারটি গরু নিয়ে যায়। পরবর্তীতে বাড়ির উত্তর পাশে বছুর গুলোকে ছেড়ে দেয়।
এদিকে রাত ৩টার দিকে গরুর বাছুরের চিৎকার শুনে পার্শ্ববর্তী ঘরের লোকজন জাগ্রত হয়ে বাছুরগুলোকে দেখতে পায়। পরে তাদের ডাক চিৎকারে বাড়ির সবাই সজাগ হয়ে গোয়াল ঘরে গিয়ে দেখে চারটি গরু নেই। গরু সন্ধান করার জন্য এলাকার চার পাশে অনেক খোজাখুজি করেও পাওয়া যায় নি। দুটি গরুর দাম প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
গরুর মালিক মো.সোনা মিয়া চাঁদপুর টাইমসকে বলেন, আমি রাত ১০টার দিকে গরু দেখাশোনা করে ঘরে চলে আসি। তীব্র বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে বের হতে পারিনি। পরে রাত আনুমানিক ৩টার দিকে আমার চাচাতো ভাইয়ের ছেলেরা ডাক চিৎকার দিলে আমি ঘর থেকে বের হয়ে গোয়ালঘরে গিয়ে দেখি দুটি গরু নেই।
মো.সোনা মিয়ার ছেলে ইউনিয়ন প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, আমি তীব্র বৃষ্টির কারণে শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফিরতে পারিনি। রাত ৩টার দিকে আমাকে বাড়ি থেকে ফোন দিয়ে বলে গরু চোরে নিয়ে গেছে। আমি তখনই মোটর সাইকেল নিয়ে বের হয়ে অনেক খোজাখুজি করে গরুর সন্ধান পাইনি।
প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু,২ জুলাই ২০২১