চাঁদপুরের কচুয়া উপজেলার সরাইলকান্দি ‘গরীবের হাসপাতাল নামে পরিচিত’ কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি পদে যোগ দিলেন বাধন বসু। ১ মার্চ বাধন বসু চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে যোগদান পত্র গ্রহন করেন।
পরবর্তীতে তিনি শনিবার ওই ক্লিনিকে আনুষ্ঠাকিভাবে যোগদান করেন। বাধন চন্দ্র বসু কচুয়া উপজেলার উত্তর শিবপুর গ্রামের অধীবাসী ও আলীয়ারা রাজবাড়ী বাজারের জননী ফার্মেসীর স¦ত্তাধীকারী বিশ^নাথ বসুর সুযোগ্য সন্তান।
এদিকে কচুয়া উপজেলার সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি পদে যোগদানকারী বাধন বসু এলাকার সাধারন মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে ও সরকারী নীতিমালা অনুযায়ী যথাযথ দায়িত্ব পালনে সকলরে সহযোগিতা চেয়েছেন তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ মার্চ ২০২৩