Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / গরিব-দুঃখীদের দরজায় গিয়ে খাবার পৌঁছে দিন
Ismile-bengle

গরিব-দুঃখীদের দরজায় গিয়ে খাবার পৌঁছে দিন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন বেঙ্গল রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেছেন, জনগণ সব ক্ষমতার উৎস এটা আমাদের ভুলে গেলে চলবে না। নির্বাচন এলে জনগণের কথা মনে পড়বে। কিন্তু তাদের বিপদে তাদের পাশে দাঁড়াবেন না এটা হতে পারে না। নির্বাচনের সময় ভোট চাওয়ার মতো এ সংকটে জনগণের কাছেও যেতে হবে। গরিব-দুঃখী মানুষের দরজায় গিয়ে খাবার পৌঁছে দিতে হবে।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি এসব কথা বলেন।

বেঙ্গল আরো বলেন, মানুষ বাঁচলে দেশ বাঁচবে, মানুষ টিকে থাকলে সবকিছু টিকবে। সময় এখন মানুষকে বাঁচিয়ে রাখার। তাদের পাশে দাঁড়ানোর। করোনা ভাইরাস দেশের গরিব-দুঃখী মানুষের জীবনে ইতোমধ্যে মহাসংকট হয়ে দেখা দিয়েছে। এ মন্দাবস্থা দীর্ঘায়িত হওয়ারও আশঙ্কা রয়েছে। সমাজের গরিব-দুঃখী মানুষ যেন খাদ্যের অভাবে মারা না যায় সেটি নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। অবকাঠামোগত উন্নয়নের চেয়েও গরিব-দুঃখী মানুষের পেটে ভাত জোগানো সরকারের প্রধান কর্তব্য।

প্রেস বিজ্ঞপ্তি, ৬ এপ্রিল ২০২০