কচুয়া

কচুয়ায় সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসের প্রেসব্রিফিং

উন্নত রাষ্ট্র ও জাতি গঠনের বিষয়ে জনগনকে সম্পৃক্ত করার লক্ষে সরকারের ভিশন ২০২১ ও রূপকল্প ২০৪১ এর লক্ষ্য অর্জন সমূহ সচেনতা, উন্নয়ন অগ্রগতি, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্বব্যবহার সম্পর্কে চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা, চলচ্ছিত্র প্রদর্শন ও সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করা হয়েছে।

মঙ্গলবার(৯ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ শওকত ওসমান। স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক।

জেলা সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেনের পরিচালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার ওসি মো. ওয়ালী উল্যাহ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান, সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, সাবেক সভাপতি আবুল হোসেন,সহ-সভাপতি মানিক ভৌমিক, সাংবাদিক আলমগীর তালুকদার, মেহেদী হাসান প্রমুখ।

একইদিন সকালে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করা হয়। এ সময় কচুয়ার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক, সমজিদের ইমামসহ স্থানীয় এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেট
৯ এপ্রিল,২০১৯

Share