গরমে হিজাব-ওড়নার ভেতর আরামে থাকতে করণীয়

গরমে প্রাণ ওষ্ঠাগত- স্বস্তি নেই ফ্যানের নিচে কিংবা এসি রুমেও। যেদিকে যাবেন সেদিকেই শুধু গরম আর গরম। বিশেষ করে ঢাকার শহরে হলেই তো আর কোনো কথাই নেই। সেখানে বৃষ্টি ছাড়া পাওয়া যাবে না একটু ঠাণ্ডা কিংবা স্বস্তি।

ঘর থেকে বেরুলেই তো সূর্যের অকৃপণ দয়া। একটু আরামের জন্য পোশাকের বহরে চলতে থাকে খোঁজ- কি কাপড়ে আরাম মিলবে? কোন রঙে গরম কম লাগবে? কোন পোশাকে স্বচ্ছন্দে কাটবে দিন? এতসব প্রশ্নের ভিড়ে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা- এই গরমে পর্দা মেনে চলা কি কঠিন?

না। ধর্মীয় অনুশাসন মেনে যারা হিজাব ব্যবহার করেন- এই গরমটাও কাটাতে পারেন আরামে। হিজাব কেনার সময় কাপড়ের দিকে একটু খেয়াল রাখতে হবে। সুতিটাই মূলত উপযোগী, কারণ সুতি তাপ শোষন করে না। তবে ধুপিয়ান, ভয়েল, চিকেন ও তাঁতের কাপড় গরমের সময় বেশ আরামদায়ক। আর হাতের নাগালে হিজাবে যদি কাপড়ের বৈচিত্র না থাকে, তবে ওড়নাকেও ব্যবহার করা যায় হিজাব হিসেবে।

হিজাব কিংবা ওড়না ব্যবহারে কিছুটা পরিবর্তন আনলেই গরমেও থাকা যায় সতেজ।

(লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।)

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১:৩০ পিএম, ২৫ জুলাই ২০১৬, সোমবার

ডিএইচ

Share