Home / লাইফস্টাইল / গরমের মারাত্বক সমস্যা ‘হিট স্ট্রোক’ : জেনে নিন লক্ষণগুলি
weather hot day
প্রতীকী ছবি

গরমের মারাত্বক সমস্যা ‘হিট স্ট্রোক’ : জেনে নিন লক্ষণগুলি

বৈশাখ মাস পড়তে না পড়তেই গরমে রীতিমতো দুর্বিষহ অবস্থা। আর গরম যত বাড়ছে, ততই বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকিও। তাই এই গরমে ঘরের বাইরে পা রাখার আগে হিট স্ট্রোকের লক্ষণগুলি সম্পর্কে জেনে নিয়ে সতর্ক হওয়া জরুরি।

আসুন আমাডেড় আজকের এই প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক হিট স্ট্রোকের লক্ষণগুলি সম্পর্কে আর সতর্ক হয়ে যান আগে থেকেই-

হিট স্ট্রোকের লক্ষণ-
১) ঘাম বন্ধ হয়ে যাওয়া হিট স্ট্রোকের একটি অন্যতম লক্ষণ।

২) হিট স্ট্রোকের আগে ত্বক শুষ্ক আর লালচে হয়ে ওঠে।

৩) হিট স্ট্রোকের আগে রক্তচাপ অস্বাভাবিক ভাবে কমে যায়।

৪) এ সময় শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে প্রস্রাবের পরিমাণ অনেকটাই কমে যায়।

৫) হিট স্ট্রোকের সময় নাড়ির স্পন্দন অত্যন্ত ক্ষীণ ও দ্রুত হয়ে যায়।

৬) হিট স্ট্রোকের আগে মাথা ঝিমঝিম করা, শরীরে খিঁচুনি হতে পারে।

৭) হিট স্ট্রোকের আগে বমি বমি ভাব বা বমি হতে পারে।

৮) শরীরের তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায়। হিট স্ট্রোকের সময় শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট (৪০ ডিগ্রি সেন্টিগ্রেড) বা তার চেয়ে বেশি হতে পারে। (বিডি-প্রতিদিন)

বার্তা কক্ষ
১৭ এপ্রিল,২০১৯