জাতীয়

গম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন এমপিরা!

স্টাফ করেসপন্ডেন্ট :

ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে যত কথা হচ্ছে, সবই শূন্যের ওপর বলে দাবি করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সবাইকে হুঁশিয়ার করে বলেছেন, সঠিক পরীক্ষা ছাড়া কেউ এ বিষয়ে কোন কথা বলতে পারে না।

শনিবার সকালে দশম সংসদের বাজেট অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন খাদ্যমন্ত্রী।

সংসদ সদস্যরা এ বিষয়ে কথা বলে জনমনে বিভ্রান্ত ছড়াচ্ছেন, এমন অভিযোগ তুলে বক্তব্য দেন মন্ত্রী। কামরুল ইসলাম বলেন, আমদানি করা গমের সেম্পল দেখতে লাল, ছোট ও দেখতে খারাপ হলেও তা ‘খাওয়ার অনুপযোগী’ নয়। ‘এমন তথ্য পাওয়া গেছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষায়। দুইবারের পরীক্ষার পরও এখানে কোন সমস্যা পাওয়া যায়নি। আমাদের আসলে পূর্ব অভিজ্ঞতা ছিল না, ফলে নিম্নমানের কোটেশন দেওয়ার পরও আমরা ঠিক বুঝতে পারি নাই।’

খাদ্য মন্ত্রী বলেন ‘আমরা এত গুরুত্ব দেই নাই কারণ যখন অষ্ট্রেলিয়া, ইউকে থেকে গম আনতাম তখন সেগুলোর মান নিয়ে কোন কথা উঠে নাই’।

তিনি বলেন, ‘পুরোপুরি পরীক্ষা করে সিদ্ধান্তে পৌছার আগেই কেউ একজন প্রধানমন্ত্রীর কাছে এ গমের সেম্পল পৌছে দিয়েছে’। খাদ্যমন্ত্রী জানান ‘এ সেম্পল দেখে উষ্মা প্রকাশ করেছেন। আর কেন এমন হলো তা দ্রুত বের করে এর সমাধানের নির্দেশ দিয়েছেন।’

খাদ্যমন্ত্রী বলেন, এরই প্রেক্ষিতে দেশের ১৫-১৬টি জেলা থেকে নমুনা সংগ্রহ করে আবারও ল্যাবে দেওয়া হয়েছে। যার রিপোর্ট আগামী তিনদিনের মধ্যে হাতে পাওয়া যাবে। এরপরই বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কথা বলা হবে। তবে ৩০ থেকে ৪০ হাজার মেট্রিক টন গম বিতরণ করা হলেও তা নিয়ে খুব একটা বিতর্কিত কথাবার্তা হয়নি। আর কাউকে এ গম জোর করেও দেওয়া হয়নি। বর্তমানে বিভিন্ন গুদামে এখন দেড় লাখ মেট্রিক টন গম রয়েছে।

আপডেট:   বাংলাদেশ সময়  ০৪:০১  অপরাহ্ণ, ২০ জুন ২০১৫, শনিবার

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share