খালেদা জিয়ার মৃত্যুতে লায়ন হারুনুর রশিদের গভীর শোক
বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ।
এক শোকবার্তায় তিনি বলেন, “গণতন্ত্রের মানসকন্যা ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব রাজনীতিতেও এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি ছিলেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মানুষের অধিকার রক্ষার এক অনন্য প্রতীক।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনীতিতে যখন সংকট ও দুর্যোগের ঘনঘটা, তখন গৃহবধূ হিসেবে থাকা বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব গ্রহণ করে শুধু দলকে সংগঠিতই করেননি, বরং এদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২৪-এর গণঅভ্যুত্থানে তিনি ছিলেন ঐক্যের প্রতীক।”
শোকবার্তায় লায়ন মো. হারুনুর রশিদ ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ উপজেলাবাসীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত জিয়া পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া প্রার্থনা করেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
৩০ ডিসেম্বর ২০২৫