চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের সভাপতি ও মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মো.মোশরেফ হোসেন ও সাধারণ সম্পাদক এবং সাংবাদিক ও প্রাবন্ধিক আবদুল গনি স্বাধীনতা পদক ও একুশে পদক বিজয়ী,জাতীয় অধ্যাপক, বাংলা একাডেমির সভাপতি এবং বরেণ্য নজরুল গবেষক প্রফেসর রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে সব গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে নেতৃত্বে ছিলেন।তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন,রচনাবলি ও নানা বিষয়ে গবেষণামূলক অসংখ্য বই লিখেছেন।
এ ছাড়াও বঙ্গবন্ধূর জন্মশতবার্ষিকীর উদযাপনে অধ্যাপক রফিকুল ইসলামের ভূমিকা পালন করেন।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদযাপন বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে তিনি কঠোর পরিশ্রম করে গেছেন।
চাঁদপুরের কৃতিসন্তান,নজরুল গবেষক ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সিনিয়র করেসপন্ডেন্ট, ১ ডিসেম্বর ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur