সাংস্কৃতিক সংগঠন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন ও রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়।
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্ধোন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি রফিক আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, কেন্দ্রীয় রবীন্দ্র সঙ্গীত পরিষদের সঙ্গীত শিক্ষক প্রতিনিধি এটিএম জাহাঙ্গীর ও মাঈনুদ্দিন নাছির।
দু’গ্রুপে এ প্রতিযোগিতায় কিশোর ও সাধারণ শিল্পী মিলে মোট ৪৮ জন প্রতিযোগী অংশ নেয়।
এখান থেকে প্রথম মান প্রাপ্তরা আগামি মার্চে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলনের প্রতিযোগীতায় অংশ নিতে পারবে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠনের প্রতিনিধি এটিএম জাহাঙ্গীর ও মাঈনুদ্দিন নাছির।
পরে সন্ধ্যায় চাঁদপুর ও ঢাকার রবীন্দ্র সঙ্গীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে অতিথিবৃন্দ সনদ বিতরণ করেন।
প্রতিবেদক- বাদল মজুমদার
: আপডেট, বাংলাদেশ সময় ৯: ৫০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur