বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর যুব বিভাগের কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন কেবল একটি নির্বাচন নয়; এটি একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম। দেশকে চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যুব কমিটির নেতাকর্মীদের আগামী দিনে মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৈতিক রাজনীতির বার্তা পৌঁছে দিতে হবে এবং হক্কের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। ১২ ফেব্রুয়ারী গনভোটে ‘হ্যাঁ’ ভোট দিবে দেশপ্রেমিক ভোটারগন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর আমীর এডভোকেট শাহজাহান খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, যুব সমাজ হলো জাতির চালিকাশক্তি। এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে পারলে সমাজ থেকে অনৈতিকতা, অন্যায় ও দুর্নীতি দূর করা সম্ভব। ঘোষিত যুব কমিটির মাধ্যমে চাঁদপুর শহরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম সবুজ খানের সভাপতিত্বে এবং যুব বিভাগের সেক্রেটারি সানাউল্লাহর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুব সংগঠনের দায়িত্বশীলগন এবং নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া,
৯ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur