বিশেষ সংবাদ

গণিতবিদের অঙ্কে নারীর মান যখন ১ হয়, তখন,,,

গণিতবিদ আল-খাওয়ারিজমিকে নারী সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি জওয়াবে বলেছিলেন,
.
* নারী যখন দ্বীনদার হয়, তখন নারীর মান ১।
*এর সাথে যখন সৌন্দর্য যোগ হয়, তখন একের সাথে একটা শূন্য যুক্ত হয়। ফলে মান হয় ১০।
*এর পর যখন সম্পদ যোগ হয়, তখন এর সাথে আরেকটা শূন্য যুক্ত হয়ে মান হয় ১০০।
.
* সর্বশেষ,যখন উপর্যুক্ত তিনটির সাথে তার বংশ মর্যাদা যোগ হয়, তখন একের সাথে আরও একটি শূন্য যুক্ত হয়ে তার মান দাঁড়ায় ১০০০। কিন্তু যখন তার থেকে এক নাম্বারটা (দ্বীনদারী) চলে যায়, তখন তার মান শূন্য ছাড়া আর কিছুই বাকী থাকে না।
.
.
রসূলুল্লাহ স. বলেছেন, চারটি জিনিস দেখে নারীকে বিবাহ করো !!!
যথা — তার সম্পদ, তার বংশ মর্যাদা, তার সৌন্দর্য, তার দ্বীনদারী। অতএব তোমরা দ্বীনদার নারীকে জিতে নাও। (বুখারি ও মুসলিম)

Share