চাঁদপুর

চাঁদপুরে গণহত্যা দিবস উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে বুধবার (২২ মার্চ) দুপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

তিনি বলেন, গণহত্যা দিবসটি চাঁদপুরে পালন করা হবে। আগামী ২৫মার্চ ভোর ৫টা ৫৭ মিনিটে পুস্পস্তবক অর্পণ করা হবে। ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা করতে হবে, পরে সাংস্কতিক অনুষ্ঠান করতে হবে।

এছাড়াও চাঁদপুর সরকারি কলেজ, মহিলা কলেজ, পুরাণবাজার ডিগ্রি কলেজে, হাসান আলী হাই স্কুল, মাতৃপীঠ উচ্চ বিদ্যালয়, আল -আমিন স্কুলে গণহত্যা দিবস সর্স্পকে আলোচনা সভা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মাসুদ হোসেনর পরিচালনায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, নৌ পুলিশ সুপার কাইয়ুম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী, চাঁদপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জিএম শাহীন, সদর উপজেলা নির্বাহী কমকর্তা উদয়ন দেওয়ান, সাবেক সভাপতি বিএম হান্নান, সাংবাদিক আব্দুল আউয়াল রুবেল প্রমুখ।

সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ০৩ পিএম, ২২ মার্চ ২০১৭, বুধবার
এজি/এইউ

Share