বিশেষ সংবাদ

গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ ‘রং হেডেড’ : আদালতের হুঁশিয়ারি

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ০১:০৫ অপরাহ্ণ, ০১ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার

বিচারকদের নিয়ে কটূ মন্তব্য করায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক জাফরুল্লাহ চৌধুরীকে ‘রং হেডেড’ বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আদালত অবমাননার অভিযোগে কোনো শাস্তি দেওয়া না হলেও কড়াভাবে তাকে সতর্ক করেছে আদালত।

বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করে।

এর আগেও অবমাননার অভিযোগে দুই দফায় আদালত আসা জাফরুল্লাহর মন্তব্যকে আদালত দেখছে একজন ‘অবিবেচক ব্যক্তির বক্তব্য’ হিসেবে।

তার নিঃশর্ত ক্ষমার আবেদন মঞ্জুর করে রায়ে বিচারক বলেন, ‘রং হেডেড’ ব্যক্তি ছাড়া এ ধরনের মন্তব্য কেউ করতে পারে না।

ভবিষ্যতে মত প্রকাশের স্বাধীনতার নামে এ ধরনের আচরণ না করতে জাফরুল্লাহকে কড়াভাবে সতর্ক করে দিয়েছে আদালত।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক জাফরুল্লাহ এ সময় আদালতে নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন। আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের সামনেও তিনি কোনো কথা বলেননি।

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

Share