গণসমাবেশে যোগ দিতে ফরিদগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা

বিএনপির গণসমাবেশে যোগদিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা করা হয়েছে।

আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির আয়োজিত জনসমাবেশে যোগ দেয়ার আশায় ১৩ নভেম্বর রোববার বিকেলে এ উপজেলার শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজে উক্ত প্রস্তুতি সভায় উপজেলা বিএনপির সমন্বয়ক শিল্পপতি আলহাজ্ব এম এ হান্নান দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।

উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মজিবর রহমানের সঞ্চালনায় বিএনপির নেতাদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাক্তার এ কে আজাদ, সহ সভাপতি খালেক পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদলের আহবায়ক মহসিন মোল্লা ও সদস্য সচিব আবদুল মতিন প্রমুখ।

বিএনপির আয়োজিত এ সভায় উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৪ নভেম্বর ২০২২

Share