দেশব্যাপি মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ জুলাই) বৃহস্পতিবার বিকাল ৩ টায় চাঁদপুরে লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। এসময় রাস্তায় জমে থাকা পানি, বিভিন্ন হোটেল রেষ্টুরেন্ট, চায়ের দোকান ও বিভিন্ন বাসা বাড়ির আসবাপত্রে জমে থাকা পানি ফেলে দেওয়া হয়।
এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, চাঁদপুরে ডেঙ্গু মশার কামড়ে কেউ আক্রান্ত হয়েছে জানা যায়নি। যারা হাসপাতালে ভর্তি আছে অধিকাংশই ঢাকা থেকে এসে ভর্তি হয়েছে। কিন্তু আমরাও আক্রান্ত হতে পারি। তাই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ অভিযান কার্যক্রম প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে চলবে। আমরা ডেঙ্গু প্রতিরোধে গনসচেতনতা সৃষ্টি করছি। এ অভিযান অব্যহত থাকবে।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ এইচ এম রাশেদ, সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি ইমরান হোসাইন সজিব, বিআইডব্লিউটিএ সহকারি পরিচালক শহিদুল ইসলাম, চাঁদপুরর প্রেসক্লাব সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা স্কাউট এর সম্পাদক অজয় কুমার ভৌমিক, জেলা রোভার স্কাউট সম্পাদক আখতারুজ্জামান খোকা, নৌ থানার অফিসার ইনচার্জ আবু তাহেরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক, ২৫ জুলাই ২০১৯