আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর- ৪ আসনে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন জামায়াত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা আমীর মাও.বিল্লাল হোসাইন মিয়াজী।
২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পযর্ন্ত উপজেলার ৫নং পূর্ব গুপ্টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গনসংযোগ করেন জামায়াতে ইসলামীর উপজেলার নেতৃবৃন্দ।
গনসংযোগে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ম.হারুন আর-রশিদ,ফরিদগঞ্জ উপজেলা আমীর মাও.ইউনুছ হেলাল,চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারী ছিদ্দিকুর রহমান। জামায়াতে ইসলামীর পূর্ব গুপ্টি ইউনিয়নের সভাপতি ডা.শামীম আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দাঁড়িপাল্লার প্রার্থী মাও. বিল্লাল মিয়াজী বলেন,আগামীর নির্বাচন হবে সকল প্রকার অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সৎ,যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব বেছে নেওয়ার নির্বাচন। এটি হবে শ্রমজীবীসহ সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের নির্বাচন। ফরিদগঞ্জের মানুষের দুঃখ-কষ্ট লাঘবে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।
জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এ অঞ্চলের মানুষের জন্য শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নয়ন,যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। একই সঙ্গে সকল ধর্মের মানুষের অধিকার আদায় নিশ্চিত করা হবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
২৩ জানুয়ারি ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur