গণমাধ্যমগুলো দেশ ও জাতির বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে

চাঁদপুর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৮ বছর পূর্তি উপলক্ষে ফরিদগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উৎসবমুখর পরিবেশে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া। তিনি বলেন, এদেশের গণমাধ্যমগুলো দেশ ও জাতির বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতীতের ধারাবাহিকতায় সাহসী, নির্মোহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় দৈনিক চাঁদপুর খবর এর অব্যাহত ভূমিকা প্রশংসার দাবিদার। আমি আশা করি, দৈনিক চাঁদপুর খবর পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড পাঠকের মাঝে পৌঁছে দিতে সচেষ্ট হবে।

তিনি আরও বলেন, দৈনিক চাঁদপুর খবর অতীতের ন্যায় আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের উন্নয়নে নিবেদিত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি পত্রিকাটির সফলতা কামনা করি এবং প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ.আর.এম জাহিদ হাসান, থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আমজাদ আলী চৌধুরী। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আ.ছোবহান লিটন।

চাঁদপুর খবরের পক্ষে শুভেচ্ছা বিনিময় করেন, চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এসএম ইকবাল হোসেন, ফরিদগঞ্জ প্রতিনিধি মামুন হোসাইন।

এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান, যুগ্ম সম্পাদক নারায়ন রবিদাস, সাংগঠনিক সম্পাদক শাকিল মুসফিকসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি, ১৯ ডিসেম্বর ২০২৪

Share