Home / চাঁদপুর / গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা
গণভোট

গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা

আসন্ন গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর-এর উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগ ও নাগরিক দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়।

এ সময় জেলা প্রশাসন, চাঁদপুর কর্তৃক সরবরাহকৃত গণভোট ২০২৬ সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর-এর সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান।

তিনি বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করা শুধু অধিকার নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব। গণভোটে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত হলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও গ্রহণযোগ্য ও শক্তিশালী হবে।

অবহিতিকরণ সভায় আরো বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চাঁদপুর-এর অধ্যক্ষ শিরিন আক্তার।

সভাটি জেলা প্রশাসন, চাঁদপুর-এর সার্বিক তত্ত্বাবধানে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর-এর আয়োজনে অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
২২ জানুয়ারি ২০২৬