গণভোটের নামে ফেব্রুয়ারীতে নির্বাচনকে বানচাল করতে চায়: ইঞ্জি. মমিনুল হক

চাঁদপুরের হাজীগঞ্জে ইঞ্জি. মমিনুল হক বলেছেন, গণভোটের নামে ফেব্রুয়ারীতে নির্বাচনকে বানচাল করতে চায়। কিন্তু বিএনপি তা হতে দিবে না। এখন সবার হাতে মোবাইল রয়েছে। সবাই দেশের পারিপাশ্বিক অবস্থা সম্পর্কে জ্ঞাত। জাতীর প্রত্যাশা পূরণে বিএনপি ড. ইউনুসকে সমর্থন দিয়েছে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে, যেদিন আমাদের নেতা তারেক রহমান ডাক দিবেন, সেদিন হাজীগঞ্জ-শাহরাস্তি’সহ ঢাকার মাটি প্রকম্পিত হবে।

রোববার (২ নভেম্বর) বিকেলে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজীগঞ্জ বাজারে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক এসব কথা বলেন।

তিনি তাঁর বক্তব্যে পুলিশের উদ্দেশ্যে বলেন, গত ১৫ মাস হাজীগঞ্জে শাহরাস্তিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করে আসছে, ভবিষ্যতেও করবে। কিন্তু বিগত দিনে আমাদের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই। অথচ সেই নেতাকর্মীরাই ৫ আগস্টের পর হাজীগঞ্জ থানা পাহারা দিয়েছে।

তিনি বলেন, সর্বতআরা থেকে দুইজন লোককে ধরে এনে আপনার (ওসি) উপস্থিতিতে ৫ লাখ টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এ পর্যন্ত আপনার নেতৃত্বে হাজীগঞ্জে ৬টি জায়গা (ভূমি) দখল হয়েছে। আমি বারবার হুশিয়ারি করছি, আপনাকে আইন-শৃঙ্খলার জন্য রাখা হয়েছে, জায়গা দখলের জন্য নয়।

ইঞ্জি. মমিনুল হক বলেন, জায়গা দখল করে জামায়াত-শিবির, অথচ অপপ্রচার হয় বিএনপির নামে। আপনি যে দলের পিছে হাঁটেন, সেই দল বাংলার মাটিতে কোনদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। আর বিএনপির নাম করে যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করবো।

উপজেলা যুবদেলর সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় ওলামা দলের সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, দলীয় নেতৃবৃন্দের মধ্যে পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, যুবনেতা মিলন হোসেন প্রমুখ।

পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম ও পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক মারুফ খাঁন রাছেলের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ও দলীয় নেতৃবৃন্দের বক্তব্যের পর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা হয়। এরপূর্বে হাজীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, নাফের শাহ, আলহাজ্ব মিজানুর রহমান, জামাল উদ্দিন তালুকদার কিরন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ইমান হোসেন, যুবনেতা ফয়েজ আহমেদ, জহির আহমেদ, শ্রমিক নেতা রাশেদ আলম হীরা, সোহেল রানা, ছাত্রনেতা এসএম ফয়সাল হোসাইন, জুয়েল রানা তালুকদার, আবু ইউছুফ, দ্বীন ইসলাম টগর’সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক/
২ নভেম্বর ২০২৫