উপজেলা সংবাদ

গণফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী : প্রস্তুতিমূলক সভা

প্রেস বিজ্ঞপ্তি :

আগামী ২৯ আগস্ট বাংলাদেশ গণফোরামের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা গণফোরামের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় অ্যাড. সেলিম আকবরের কালিবাড়িস্থ চেম্বারে শহর গণফোরামের সভাপতি রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে ও জেলা শ্রমিক গণফোরামের সাধারণ সম্পাদক শহীদ বকাউলের পরিচালানায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা গণফোরামের সভাপতি এডভোকেট সেলিম আকবর।

তিনি বলেন, গণফোরামকে আরো শক্তিশালী ও বেগবান করতে প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে এখন থেকেই কাজ চালিয়ে যাবেন। আগামী ২৯ তারিখে প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে গণফোরামের সকল নেতকর্মীরা উপস্থিত থেকে সভাকে সাফল্য মন্ডিত করতে হবে।

সভায় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সহ সভাপতি খোকন পোদ্দার, কোষাধ্যক্ষ বাসু দেব মজুমদার, ত্রাণ সম্পাদক আলী আশ্রাফ গাজী, দপ্তর সম্পাদক মতিন সন্দিপ, শহর গণফোরামের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম দাদন, সাধারাণ সম্পাদক মোকতার হোসেন, জেলা যুব গণফোরামের সম্পাদক হাজী আশ্রাফ বাবু সরকার, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার, জেলা সাংস্কৃতিক সম্পাদক মমিনুর রহমান মিন্টু, জেলা মহিলা গণফোরামের সভাপতি জেসমিন আক্তার, সাধারণ সম্পাদক শিল্পী বেগম, ২নং ওয়ার্ড সভাপতি বিল্লাল শেখ, সাধারণ সম্পাদক দুলাল ও ১২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাছান দর্জি প্রমুখ।

Share