‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তৃণমূল নেতাকর্মীরাই আসল শক্তি’

চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে মাদ্রাসা রোড উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তৃণমূল নেতাকর্মীরাই হচ্ছেন আসল শক্তি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রের যে মশাল প্রজ্বালন করেছিলেন, তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন ধারণ করেছেন এবং সেই নেতৃত্ব আজ তারেক রহমানের হাতে ন্যস্ত হয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তিনি স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান ধরে রেখেছেন।

অ্যাড. সলিম উল্লাহ সেলিম বলেন, “দেশের মানুষ আজ ভোটের অধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। এই পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবির হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট হারুনুর রশিদ এবং পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, শ্রমিক দল চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সেলিম, সহ-যুব বিষয়ক সম্পাদক দ্বীন মোহাম্মদ জিল্লু, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক সুমন বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য, জেলা যুবদলের সহ শিল্প বিষয়ক সম্পাদক সম্রাট বেপারী, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া প্রধানীয়া, সদস্য আলমগীর হোসেন, জেলা তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির প্রধানীয়া, পৌর যুবদলের সমন্বয়ক কবির হোসেন খান, ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক সিরাজ মাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন রুবেল, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালী, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু নাঈম খান, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ, ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদিকা রাবেয়া বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ক রাজীব দাস, ওয়ার্ড মহিলা দলের সমন্বয়ক রোজিনা আক্তার এবং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১৬ জানুয়ারি ২০২৬