Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ছেংগারচর পৌরসভায় গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু
ছেংগারচর

ছেংগারচর পৌরসভায় গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু

সারাদেশে এক কোটি গণটিকার দ্বিতীয় ডোজ কর্মসূচি প্রদানের লক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে। সোমবার ছেংগারচর পৌরসভার ছেংগারচর পৌর পরিষদ অডিটোরিয়াম,বড় মরাধোন কমিউনিটি ক্লিনিক, জীবগাঁও স্ট্যান্ড তিনটি কেন্দ্রে প্রায় ১৪শ’ ৩২ জনের মাঝে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়।

সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ছেংগারচর পৌর পরিষদ অডিটোরিয়াম কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় ডোজ সম্পন্ন করা হয়। সকালে এর উদ্বোধন করেন,ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ।

এসময় ছেংগারচর পৌরসভার সচিব শাহ সুফিয়ান খান, পৌরসভার কাউন্সিলর বোরহান উদ্দিন প্রধান রুহুল কুদ্দুস,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তোফাজ্জল হোসেন, প্রধান সহকারী মোহাম্মদউল্লাহ নিপু, হিসাব রক্ষক মোঃ সোহরাব হোসেন, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, সহ-সভাপতি মোসলেম দেওয়ান,আ’লীগ নেতা নূরে আলম ঢালী,ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোঃ কামাল হোসেন,বিমল চন্দ্র দাস, সিএইচসিপি মোহন মোল্লা, পৌর যুবলীগ নেতামোঃ ইদ্রিস আলী দেওয়ান, বিল্লাল হোসেন মিঝি,সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলায় এক কোটি গণটিকার দ্বিতীয় ডোজ কর্মসূচি প্রদানের আওতায় উপজেলায় ৪৫টি কেন্দ্রে মোট ৩৮ হাজার ৭শ’৬৩ জনকে গণটিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছিলো। উক্ত ৩৮ হাজার ৭শ’৬৩ জনকে গণটিকার দ্বিতীয় ডোজের আওতায় আজ প্রথম দিন (২৮ মার্চ) উপজেলায় ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট২০ হাজার ৭৬০ জনকে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়।

আগামীকাল মঙ্গলবার ২৯ মার্চ ও বুধবার ৩০ মার্চ বাকীজনকে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। শতভাগ গণটিকার লক্ষে তিন দিন এ কার্যক্রম চলবে।

এদিকে গণটিকার দ্বিতীয় ডোজ কর্মসূচি বাস্তবায়নে উপজেলার নেদামদী কমিউনিটি ক্লিনিক, গজরা ইউনিয়ন পরিষদসহবিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস, উপজেলা রনির্বাহী কর্মকর্তা গাজী শরফিুল হাসান, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান জুয়েল। এসময় মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই টেকনেশিয়ান) ভাষান চন্দ্র কীর্তনিয়া, স্বাস্থ্য পরিদর্শক সুভাষ চন্দ্রসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক, ২৮ মার্চ ২০২২