গণটিকায় চাঁদপুরজুড়ে ব্যাপক সাড়া, ৫৭ হাজার ৫৭৪ জনের টিকা গ্রহণ

চাঁদপুরে পরীক্ষামূলক গণটিকা কর্মসূচির প্রথম দিন ৫৭ হাজার ৫৭৪ জন মানুষ করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। ৭ আগস্ট শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চাঁদপুর জেলার বিভিন্ন পৌরসভা, সদর উপজেলা ও বিভিন্ন উপজেলার ইউনিয়ন পর্যায়ে এই গণটিকা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুরে গণটিকার এই কর্মসূচির প্রথম দিন সাধারণ মানুষের কাছে ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিভিন্ন ইউনিয়নের গ্রাম অঞ্চল এবং শহরের পাড়া-মহল্লারবাসি টিকা নিতে অনেক আগ্রহ দেখা গেছে।

চাঁদপুর সিভিল সার্জন সূত্রে জানা যায়,চাঁদপুর পৌরসভার পৌরসভার ১৫ টি ওয়ার্ডে ১টি করে কেন্দ্রের মাধ্যমে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রত্যেক কেন্দ্রে আলাদা, আলাদা ভাবে ২০০ করে সর্বমোট ৩ হাজার লোককে করোনার টিকা প্রদান করা হয়। এছাড়া চাঁদপুর সদরে এবং বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নে একটি করে কেন্দ্রে তিনটি বুথের মাধ্যমে ২০০ জন করে টিকা প্রদান করা হয়।

এই গণটিকা কর্মসূচির প্রথম দিন পরীক্ষামূলক ভাবে জেলায় সর্বমোট যে ৫৭ হাজার ৫৭৪ জনকে টিকা হয়েছে। তার মধ্যে রয়েছে চাঁদপুর পৌর এলাকার ১৫ টি ওয়ার্ডে সর্বমোট ৩ হাজার, এর মধ্যে পুরুষ ১১৯৩ জন, নারী ১২০৭ জন।

চাঁদপুর সদর উপজেলার ৪ টি ইউনিয়নে সর্বমোট ৮৩১০ জন। পুরুষ ৪৭২১ নারী ৩৫৮৯জন। এবং বিভিন্ন উপজেলার বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নে ৪৬৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ২০৬৩৩ জন নারী ২২২২৬জন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ ইছারুহুল্লাহ চাঁদপুর টাইমসকে জানান, ৭ আগস্ট শনিবার সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চাঁদপুর জেলায় পরীক্ষামূলক ভাবে গণটিকা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আমরা টিকা গ্রহীতাদের ব্যাপক সাড়া পেয়েছি তাই এখন স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত মতে ১৪ দিন পর থেকে রেগুলার করার চিন্তা রয়েছে।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ চাঁদপুর টাইমসকে বলেন, সারা জেলায় জনগণের অংশগ্রহণে গণটিকা প্রদান কার্যক্রম চলছে। কোথাও কোনাে সমস্যা হয়নি।

আজকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামিতে আরাে ব্যাপক হারে টিকা দেওয়া সহজতর হবে।

প্রতিবেদক:কবির হোসেন মিজি, ৭ আগস্ট ২০২১

Share