গণঅভ্যুত্থান দিবসে কচুয়ায় বিএনপির সমাবেশ ও বিজয় র্যালি
চাঁদপুরের কচুয়ায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করছে জাতীয়তাবাদী বিএনপি। দিবসটি উপলক্ষে বিজয় র্যালিও সমাবেশ করেছে দলটির কচুয়া উপজেলা শাখা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কচুয়া বিশ্বরোড মডার্ন হাসপাতালের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী।
কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির প্রধানের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠান,যুগ্ম এডভোকেট মকবুল হোসেন মিয়াজী, পৌরসভা বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিব, সদস্য সচিব আমান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব এডভোকেট মাসুদ প্রধানীয়া, যুগ্ম আহ্বায়ক এডভোকেট বোরহান উদ্দিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আল আমিন, সহ-সভাপতি কামরুল হাসান কামু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের দেলোয়ার হোসেন, ফয়সাল চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল,সাধারণ সম্পাদক গাজী রশিদ, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হাসান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে বিজয় র্যালিটি মডার্ন হাসপাতালের সামনে থেকে বের হয়ে কচুয়া বিশ্বরোড আকানিয়া হয়ে কচুয়া বাজার পদক্ষিন শেষে বিশ্ব রোডে ফিরে আসে ।
এসময় বৈরী আবহাওয়ার মধ্যে দিয়েও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক সহাস্রাধিক নেতাকর্মী সমর্থকরা সমাবেশ ও গনমিছিল অংশগ্রহণ করেন।
কচুয়া প্রতিনিধি/ ৫ আগস্ট ২০২৫