চাঁদপুর শহরের জামতলা এলাকায় পানিতে ডুবে ইছাহক নামে শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামতলা আবাসিক এলাকার পুকুরে এই ঘটনা ঘটে।
নিহত ইছহাক জামতলা এলাকার মো. নয়ন মিয়ার ছেলে।
শিশুর নানী পেয়ারা বেগম বলেন, ‘সকাল আনুমানিক ১১টার দিকে পরিবারের লোকজন নিজ নিজ কাজে ব্যস্ত ছিলো। এ সময় শিশুটি অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। তাকে অনেক খুঁজে কোথায় পাওয়া যায়নি। পরবর্তীতে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়।’
সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক এ.এইচ. সুজাউদ্দৌলা রুবেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিবেদক:মাজহারুল ইসলণাম অনিক
২৭ সেপেটমাবর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur