সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ১১ ফেব্রুয়ারি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অফিস বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় দ্বিতীয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও সাংবাদিকদের এটি নিশ্চিত করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান,নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে নামের প্রস্তাব চেয়ে বুধবার দুপুরের মধ্যে চিঠি দেবে সার্চ কমিটি।
চিঠিতে অনুরোধ করা হবে, শুক্রবার বিকেল ৫ টার মধ্যে অনলাইনে বা সরাসরি কেবিনেট ডিভিশনে এসে অনধিক ১০ জনের নাম জমা দিতে পারবেন দলগুলো। রাজনৈতিক দলের এ প্রস্তাবনা গ্রহণের জন্যই শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের অফিস বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা হবে।
৯ ফেব্রুয়ারি ২০২২,
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur