চাঁদপুর শহরের আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণীর শিক্ষার্থী আরমান হোসাইন (১৭) গত ১৫ দিন ধরে নিঁখোজ রয়েছে। গত ৬ নভেম্বর আনুমানিক বিকেল ৪ টায় বাসা থেকে বের হয়ে সে নিঁখোজ হয়। আরমান হোসাইন চাঁদপুর শহরের প্রফেসর পাড়া এলাকার নিবাসী মো. আবু ইউনুস ও মাহমুদা বেগমের পুত্র।
তাঁর নিখোঁজের বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। যার ডায়েরি- নং ৭৩৮, তারিখ ১৩/১১/২০২১ খ্রি.।
এতে উল্লেখ করা হয়, শিক্ষার্থী আরমান হোসাইন ৬ নভেম্বর আনুমানিক ৪ টার দিকে তালতলা বাসস্ট্যান্ডে যাবে বলে বাসা থেকে বাহির হয়। এরপর সে আর বাসায় আসে নাই। পরে পরিবারের লোকেরা সম্ভাব্য সকল আত্বীয়স্বজন ও তার বন্ধুদের বাসায় খোঁজ খবর নিয়েও তাঁর সন্ধান পায়নি।
আরমান হোসাইন উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার। যদি কোন হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকেন তাহলে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। মাহমুদা বেগম, মিয়া ম্যানশন
প্রফেসর পাড়া, চাঁদপুর। মোবাইল ০১৮৩৮২৩৬৪৭২।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২০ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur