খেয়াঘাট নৌকা শ্রমিক সমবায় সমিতির কমিটি গঠন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খেয়াঘাট নৌকা শ্রমিক সমবায় সমিতির সভা বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্থানীয় রূপালী লাইফ ইন্স্যুরেন্স কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মনির হোসেন (মনু) প্রধান ও সভাটি পরিচালনা করেন সবুজ হোসেন ফরাজী।

সভায় ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

সকল সদস্যগণের কণ্ঠ ভোটে আ. করিম ফরাজীকে সভাপতি ও রিপন মিয়া ফরাজীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সবুজ হোসেন ফরাজী, কোষাধ্যক্ষ নবীর হোসেন প্রধান, সদস্য মনির হোসেন (মনু) প্রধান, তবদিল হোসেন প্রধান, মনির হোসেন ফরাজী, হাশেম খান, সুলতান গাজী, দুলাল দেওয়ান, আঃ কাদের প্রধানকে মনোনীত করা হয়।

: আপডেট, বাংলাদেশ সময় ০৯:৫০ পিএম, ০৬ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/01/palash-roy.jpg” ] প্রতিবেদক- পলাশ রায়, মতলব দক্ষিণ [/author]