কচুয়ায় কিশোর ও কিশোরী ক্লাবে খেলা সামগ্রী বিতরণ

কচুয়ায় কিশোর ও কিশোরী ১৩টি ক্লাবে খেলা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এসব খেলা সামগ্রী (ক্যারাম,লুডু ও দাবা) বিতরণ করা হয়।

এসময় কচুয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালিনী কর্মকার,কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার জান্নাতুল মাওয়া রুমি,চামেলী আক্তার,বিথী আক্তার ও আবৃতি শিক্ষক ইমাম হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু

Share