গত শুক্রবার আর্সেনালের হয়ে সেমিফাইনাল খেলায় ওজিল যখন কর্ণার কিক জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখন দর্শক গ্যালারী থেকে এক টুকরো রুটি ছুড়ে মারলো তার দিকে।তিনি সেই রুটির টুকরোটা পা দিয়ে না সরিয়ে, সবাইকে অবাক করে দিয়ে একটা কাজ করলেন।
তিনি রুটির টুকরোটা হাতে তুলে নিয়ে চুমু খেলেন, কপাল ছোঁয়ালেন। তারপর সেটাকে এক পাশে সরিয়ে রাখলেন। এই দৃশ্য দেখে দর্শকরা অবাক হয়ে গেলেন, তারা বুঝতে পারছিলেন না তিনি কেন এমন করছেন। হাদি করিম নামে এক ব্যক্তি এই দৃশ্যের ব্যখ্যা দিলেন, ওজিল একজন মুসলিম। ইসলাম খাবারকে অসম্মানের শিক্ষা দেয় না। আল্লাহ্ কুরআনে বলেছেন, “তোমরা অপচয় করোনা।” এভাবেই ওজিল প্রমান দিলেন ইসলাম বিশ্বের সেরা ধর্ম ।
প্রসঙ্গত, গত ইউরো কাপ চলাকালীন সময়ে ওজিল রোজা রেখে খেলেছিলেন।এই কারণে বেশির ভাগ ম্যাচে তাকে পুরো সময় খেলায়নি কোচ জো কিম লো।পুরো সময় খেলানোর জন্য কোচ তাকে রোজা রাখতে নিষেধ করেছিলো। জবাবে ওজিল বলেছিলো,‘ খেলা আমার জন্য ফরজ নয় রোজা ফরজ।’
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur