খেলাফত মজলিস আনিসুর রহমানের মনোনয়ন দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আনিসুর রহমান কাসেমীর তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন। তাঁর নির্বাচনী প্রতীক রিক্সা।

মনোনয়ন দাখিলকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা খেলাফল মজলিস সভাপতি মাওঃ লিয়াকত হোসেন, সহ-সভাপতি মাও. মোহাম্মদ উল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, জেলা অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমেদ, শহর সেক্রেটারী মাও. নূরুল ইসলাম, অফিস সম্পাদক হাফেজ মাও. ইসমাইল, কচুয়া উপজেলা সেক্রেটারী মাও. জয়নুল আবেদীন, সহ-সভাপতি মাও. আনিছুর রহমান, জেলা যুব মজলিস সভাপতি মাও. তারেক হাসান, সহ-সভাপতি ফজলুল করিমসহ দলীয় নেতৃবৃন্দ।

মনোনয়ন দাখিল শেষে প্রার্থী মোঃ আনিসুর রহমান বলেন, “আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার লক্ষ্য হচ্ছে কচুয়াকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ হিসেবে গড়ে তোলা। ধর্ম, নৈতিকতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় আপসহীন। ইনশাআল্লাহ জনগণ রিক্সা প্রতীকে ভোট দিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেবেন।”

এ সময় দলীয় নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, কচুয়ার সাধারণ মানুষ বাংলাদেশ খেলাফত মজলিস আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রাখবে এবং নির্বাচনে যোগ্য প্রার্থীকে বিজয়ী করবে।

স্টাফ রিপোর্টার/
২৯ ডিসেম্বর ২০২৫