Home / উপজেলা সংবাদ / হাইমচর / ‘খেলাধুলা করলে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে’
খেলাধুলা

‘খেলাধুলা করলে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে’

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ২২ই ডিসেম্বর রোজঃ সোমবার সন্ধ্যা ৬ ঘটিকায় দিবা-রাত্রি মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন হয়।

উক্ত মিনি ফুটবল টুর্নামেন্টে বিশিষ্ট সমাজসেবক আবদুল জলিল আখন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং দক্ষিণ ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জননেতা সরদার আব্দুল জলিল মাষ্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মোঃ মিজান শেখ, সহ-সভাপতি, হাইমচর উপজেলা বিএনপি, ফজলু শেখ, বিশিষ্ট সমাজসেবক, মোঃ মাসুম বিল্লাহ,বিশিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠাতা অরবিন্দ ফ্যাশন, মোঃ মোশারফ পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক এবং হাইমচর উপজেলা পেশাজীবি পরিষদের সদস্য মোঃ আলমগীর হোসেন আসিফ।

প্রধান অতিথির বক্তব্যে সরদার আব্দুল জলিল মাষ্টার বলেন, আমরা যদি আমাদের তরুণ সমাজকে খেলাধুলার মাঠে নিয়ে আসতে পারি, বিনোদনের পরিবেশ সৃষ্টি করে দিতে পারি, তাহলে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, জঙ্গিবাদের মতো অপশক্তি থেকে তাদের ফেরাতে পারব। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।

উক্ত খেলায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ শাহ পরান আখন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল। দিবা-রাত্রী মিনি ফুটবল টুর্নামেন্ট খেলা দেখার জন্য মোঃ এমরান হোসেন এবং মোঃ হোসেন ছৈয়াল সহ এলাকার সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আলমগীর হোসেন আসিফ/
২২ ডিসেম্বর ২০২৫