মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাবেদ হোসেন চৌধুরী বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি উৎসাহিত হওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদীদের সময়োপযোগী অথাৎ মাদকবিরোধী সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রশংসনীয়। তাই তিনি বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। ১২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেছেন।
হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন তপদারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাদী দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নোয়াব খান,উপাদী দক্ষিণ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ,অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মোঃ আবু বকর তালুকদার প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সহকারী শিক্ষক সুমন মিয়াজী ও ক্রীড়া শিক্ষক মোঃ বশির উল্লাহ।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১২ ফেব্রুয়ারি ২০২৫