Home / উপজেলা সংবাদ / হাইমচর / খেলাধুলা করলে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে

খেলাধুলা করলে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে

২৩ জানুয়ারী শুক্রবার বিকাল ৪ ঘটিকায় দিবা-রাত্রি মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত দিবা-রাত্রী মিনি ফুটবল টুর্নামেন্টে বিশিষ্ট সমাজসেবক আবদুল জলিল আখন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং দক্ষিণ ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জননেতা সরদার আব্দুল জলিল মাষ্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মোঃ মিজান শেখ, সহ-সভাপতি, হাইমচর উপজেলা বিএনপি, ফজলু শেখ, বিশিষ্ট সমাজসেবক, মোঃ মাসুম বিল্লাহ,বিশিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠাতা অরবিন্দ ফ্যাশন, মোঃ মোশারফ পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক এবং হাইমচর উপজেলা পেশাজীবি পরিষদের সদস্য মোঃ আলমগীর হোসেন আসিফ।

প্রধান অতিথির বক্তব্যে সরদার আব্দুল জলিল মাষ্টার বলেন, আমরা যদি আমাদের তরুণ সমাজকে খেলাধুলার মাঠে নিয়ে আসতে পারি, বিনোদনের পরিবেশ সৃষ্টি করে দিতে পারি, তাহলে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, জঙ্গিবাদের মতো অপশক্তি থেকে তাদের ফেরাতে পারব। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।

উক্ত খেলায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ শাহ পরান আখন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল। দিবা-রাত্রী মিনি ফুটবল টুর্নামেন্ট খেলা দেখার জন্য মোঃ এমরান হোসেন সহ এলাকার সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আলমগীর হোসেন আসিফ/
২৩ জানুয়ারি ২০২৬

About Chandpur Times

This is user group of Chandpur Times Content Editor. this profile use Content Editor Team. Chandpur Times newspaper is the largest and most popular Bengali local news portal of Bangladesh.Always published real story of society and environment.