‘নিয়মিত খেলাধুলা করি, মাদক থেকে দূরে থাকি’ এই শ্লোগানক সামনে নিয়ে চাঁদপুরে মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের ভার্চ্যুয়াল ভাবে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি।
১৭ জুন বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করে চাঁদপুর জেলা প্রশাসন বনাম চাঁদপুর পৌরসভা। এতে ১-০ গোলে চাঁদপুর পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর জেলা প্রশাসন।
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একে এম দিদারুল আলমের সভাপতিত্বে প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
এ সময় তিনি বলেন, মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল খেলাটি আমরা পুরো উপভোগ করেছি। ‘নিয়মিত খেলাধুলা করি, মাদক থেকে দূরে থাকি’ আমাদেরকে এই শ্লোগানকে মনে ধারন করতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। আর সবার আগে তরুন সমাজকেই এই যুদ্ধে নেমে কাজ করতে হবে। খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকলে মাদকের সাথে আসক্ত হওয়ার কোন সুযোগ নেই। যে পরিবারের কোন একটি সন্তান মাদকাসক্ত হলে ওই পরিবারে শান্তি থাকে না। আমরা চাই না, আমাদের তরুন সমাহ মাদকমুক্ত থাকুক। আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদ ও চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,১৭ জুন ২০২১